ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিউনশিপে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করল স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন এক রকম নতুন দল নিয়ে মিশন শুরু করেন। ডিফেন্ডার জয়নব বিবি রিতা ছাড়া একাদশের বাকি ১০ জনের একসাথে অভিষেক হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। জয়নব বিবি এর আগে খেলেছেন মাত্র একটি ম্যাচ।
৮ মিনিটে উমেহলার প্রথম গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ২৮ মিনিটে আরেকটি অসাধারণ গোলে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। বাংলাদেশ চতুর্থ গোল করে ৫০ মিনিটে। বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট নেন বদলি ফরোয়ার্ড কানন রানী বাহাদুর। সেই শট ফেরাতে পারেননি ভুটানি ডিফেন্ডার। বল চলে যায় জালে। ম্যাচের পঞ্চম গোল হয় ৬৯ মিনিটে। সুরভি আকন্দ প্রীতির গোল বাংলাদেশের জয়ের ব্যবধান ৫-০ করে। চার মিনিট পর জয়নবের লম্বা বল ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে সুরভি আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন। ৭৫ মিনিটে সপ্তম গোল করেন উমেলহা মারমা। ইনজুরি সময়ে সুরভি আকন্দ প্রীতি হ্যাটট্রিক করে বাংলাদেশকে এনে দেন ৮-০ গোলের জয়।
বাংলাদেশ একাদশ : সঙ্গীতা রানী দাস, রুমা আক্তার (অধিনায়ক), কানম আক্তার, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস, মুন্নী আক্তার, ঐশী খাতুন, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, তৃষ্ণা রানী, উমেহলা মারমা।