।। মাহফুজুর রহমান।।
এএফপির অনুসন্ধানে পাওয়া গেছে অন্তত ৩৫ জন ভুয়া রাইটার দেশি- বিদেশি বিভিন্ন পত্র পত্রিকায় হাসিনা সরকারের গুনগান গেয়ে অন্তত ৭০০ আর্টিকেল পাবলিশ করেছে যার রাইটার ভুয়া এমনকি তথ্যও ভুয়া। এমনকি তাদের নাম, পরিচয়, পদবী পর্যন্ত ভুয়া। চাইনিজ রাষ্টীয় সংবাদ সংস্থা সিনহুয়া আওাসিংটন বেইস্ড ফরেন পলিসি ম্যাগাজিন সহ দেশী বিভিন্ন বাংলা ও ইংরেজী গণমাধ্যমে এবং সরকারী বিভিন্ন ওয়েবসাইটে সরকারের প্রসংশা করে এই সমস্ত আর্টিকেল প্রকাশ করা হয়েছে।
২০২২ সালে সেপ্টেম্বরে সরকারের পক্ষে সম্মানী দিয়ে কলাম লেখানোর উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে ভালো কলামিস্ট খুঁজছে তারা এমন সংবাদ বিভিন্ন প্রত্র পত্রিকায় প্রকাশিত হয়। ভুয়া ইতিবাচক প্রচারণার জন্য মন্ত্রণালয় নতুন একটি শাখাও খুলে। মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের আওতায় ‘অভিবাসী কূটনীতি’ নামে একটি অধিশাখা সৃষ্টি করা হয়। দেশের জনগণের কষ্টার্জিত টাকা খরচ করে ফেসিস্ট সরকার এবং হাসিনার পক্ষে মিথ্যা গুনগান প্রচার করছে সরকার। প্রায়ই আপনারা শুনেন শেখ হাসিনা দুই নাম্বার তিন নাম্বার হয়ে যাচ্ছেন। এ সবই ভুয়া খবর।
আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার ছবি শেয়ার করে দাবি করছেন, রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে নাকি বলা হয়েছে জাতি সংঘ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং দেশের বিভিন্ন মিডিয়াতে তাকে আবার অভিনন্দন ও জানায়। অনুসন্ধানে দেখা যায় বিষয়টি সম্পূর্ন ভূয়। রাষ্ট্রপুঞ্জের ওয়েব সাইটে গিয়ে দেখা যায় এ সংক্রান্ত কোনা তথ্যই নাই। আর রাষ্ট্রপুঞ্জের দাবি তারা জাতিসংঘের পক্ষে কাউকে দুই নাম্বার তিন নাম্বর করেন না।
সময় টিভিতে প্রচার করা হয় শেখ হাসিনা নাকি বিশ্বের নবম রাষ্ট্র চিন্তাবিদ হয়ে গেছেন। ওয়াসিংটন বেইসড ফরেন পলিসি ম্যাগ্যাজিন নাকি তা বলছে। ২৩ জানুয়ারী ২০১৯ সালে এই নিউজ করছে সময় টিভি। সবই ভুয়া খুইজা দেখেন পাবেন নাকি।
শেখ হাসিনা এই সব প্রপাগান্ডা বাহিনী অনেক আগে থেকেই পালে। এর অন্যতম হলো সিআর আই। যা জয় ও ববি চালায় এদের অধিনস্ত হলো আরাফাত এরা সরকারে পক্ষে সারদিনই মিথ্যাচার করে। এবং বিরোধীদের বিপক্ষেও সরাদিন মিথ্যা অপপ্রচার করে।
নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা এই গোয়েবলস বাহিনীকে আরো সক্রিয় করে তুলছেন। জনগণের টাকায় মিথ্যাচার প্রচার করছে আওয়ামী লীগ ।
এতে দেশের জনগণের কাছে আওয়ামী লীগের বিশ্বস যোগ্যতা তলানীতে। জনগণ দ্বিধান্বিত হয়ে পড়েছে কোনটি সত্য আর কোনটি মিথ্যা।
মাহফুজুর রহমান- লেখক, সাংবাদিক