বিনোদন ডেস্ক: বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ বিনা কর্তনে সেন্সরবোর্ড সদস্যদের কাছ থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে। গেল সপ্তাহে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১ সেপ্টেম্বর ছবিটিকে ছাড়পত্র প্রদান করে সেন্সরবোর্ড কতৃপক্ষ। এমনটাই জানিয়েছেন নির্মাতা দীপংকর দীপন।
তিনি জানান, ২ ঘণ্টা ২১ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেইসঙ্গে বোর্ড সদস্যদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে।
সদ্য সেন্সর পেলেও ছবিটি মুক্তির তারিখ আগেই ঘোষণা হয়েছে। চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ , নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিক, তাসকিন আহমেদ, দর্শনা বণিক (কলকাতা) অভিনীত এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।
নির্মাতা জানান, অপারেশন সুন্দরবন’ পুরোপুরি মূল ধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম, গান- সব আছে। তবে সেটা অথেনটিক ভাবে এসেছে, সিনেম্যাটিক স্টাইলাইজেশন দিয়ে। গণ মানুষকে কানেক্ট করার সিনেমা এটি। সেই সাথে ক্লাস পিপল যেন পছন্দ করে সেই চেষ্টাও ছিলো। ‘ঢাকা অ্যাটাক’-এ যেটা ছিল।
সুন্দরবন দস্যুমুক্ত হবার গল্প নিয়ে নয়, ‘অপারেশন সুন্দরবন’ তৈরি হয়েছে সুন্দরবন দস্যুমুক্ত হওয়াকে উদযাপন করতে। এটি কোনও ডকুমেন্টরি নয়, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা; যেখান ড্রামা-সাসপেন্স-নারী পুরুষের সম্পর্ক, প্রেম-ভালবাসা সব আছে।
র্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ নির্মিত হয়েছে সুন্দরবন দস্যমুক্ত করার গল্প নিয়ে।

