শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ভ্যাকসিন না নিয়ে অফিসে আসায় সিএনএন’র ৩ সংবাদকর্মী বরখাস্ত

করোনাভাইরাসের ভ্যাকসিন না নিয়ে স্বশরীরে অফিসে আসায় তিন সংবাদকর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ‘সিএনএন’। গত সপ্তাহে তাদেরকে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার সিএনএন’র কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ মেমো থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যাপারে কর্মীদের নির্দেশনা দিয়ে বলা হয়- যারা অফিসে কিংবা মাঠে সহকর্মীদের সঙ্গে স্বশরীরে কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

সিএনএন’র প্রেসিডেন্ট বলেন, “স্পষ্ট করে বলছি- এ ব্যাপারে (ভ্যাকসিন) আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

ওই মেমোতে বলা হয়েছে, সংবাদ, খেলাধুলা ও স্টুডিও সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে। গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে বারবার কথা বলা হয়েছে। এরপর আর কোনও দ্বিধা থাকার কথা নয়।

এখন ভ্যাকসিন নেওয়ার প্রমাণ উপস্থাপন করে সিএনএন কার্যালয়ে প্রবেশের প্রথা চালু করতে পারে কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *