শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ভয়ঙ্কর ওমিক্রন: যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে শনাক্ত

যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, ওমিক্রন শনাক্ত হলেও এর অধিকাংশ এখনও ডেলটা ধরন।

এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্ট দ্রুত ছড়িয়ে পড়ছে।

তবে এর প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে, এটি ডেলটা ভ্যারিয়্যান্টের চেয়ে কম ভয়াবহ হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে বলেছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে না এর ব্যাপক ভয়াবহতা রয়েছে। কিন্তু, এটা যে অসুস্থতার তীব্রতার দিক দিয়ে ডেলটার চেয়ে কম, সেরকম নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের আরও সতর্ক থাকতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *