একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় ১০ ফুট লম্বা একটি কুমিরকে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তারপর তাকে মেরে ফেলা হচ্ছে ।
মালকানগিরি: মানুষের পেটই হল তাঁর সবচেয়ে বড় শত্রু! পুরনো প্রবাদ। তার জ্বলন্ত প্রমাণ চোখের সামনে৷ খিদের জ্বালায় আস্ত একটা কুমির মেরে মাংস খেল গ্রামবাসীরা ।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার মালকানগিরির কালাড়াপল্লিতে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয় । তাতে দেখা যায়, প্রায় ১০ ফুট লম্বা একটি কুমিরকে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তারপর তাকে মেরে ফেলা হচ্ছে । এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন বনবিভাগের কর্তারা ।
সঙ্গে সঙ্গে বনদফতরের তরফে তিনটি স্পেশ্যাল টিম তৈরি করা হয় । তাঁরা প্রত্যন্ত ওই গ্রামে কুমির শিকারের তদন্ত করতে গিয়ে অবশ্য কুমিরটির সামান্যতম দেহাংশও খুঁজে পাননি । বনদফতরের দাবি, কুমিরটিকে খেয়ে ফেলেছেন গ্রামবাসীরা । ওই প্রত্যন্ত এলাকায় এমনিতেই মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে সচেতনতা খুব কম । এ বিষয়ে আইনকানুনের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না ।
তবে বনদফতরের তরফে দোষীদের ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে ।