গুয়াহাটিতে ভয়াবহ ভূমিকম্প। কেঁপে উঠল গুয়াহাটি, কামরূপ সহ পাশের এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৩.৬।
ভয়ানক ভূমিকম্প ২৬.১৯ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছে। যা বেশ অনেকটা সময়। অসমের এই কম্পনের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
ভূমিকম্পের উত্সস্থল ছিল গুয়াহাটি মহানগর থেকে ৩০ কিলো মিটার দূরে কামরূপ গ্রামীণ জেলায়। এদিকে ভূকম্পের ঝটকা অসমের বিভিন্ন প্রান্তে আংশিক অনুভূত হলেও অধিকাংশ মানুষ এই কম্পন টের পাননি বলে খবরে প্রকাশ।
এখনও পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর আসেনি। রাত ঠিক দশটা তেত্রিশ মিনিটে এই ভূমিকম্প হয়।