বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস মহামারির মধ্যে সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বার্ষিক হজ। এর মধ্যে বিরল এক নজির গড়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় নারী পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আরব নিউজের খবরে বলা হয়েছে, কয়েক বছর ধরে নারীর ক্ষমতায়নে বেশ কিছু পদক্ষেপ নিয়ে সৌদি সরকার।
খবরে আরও বলা হয়, এরই ধারবাহিকতায় দেশটির সেনাবাহিনীতে নারীদের যোগদানের সুযোগ করে দেয়া হয়েছে। এবার মক্কার হজ নিরাপত্তায়ও পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী পুলিশ মোতায়েন করা হলো।
করোনার সংক্রমণ রোধে কঠিন বিধিনিষেধ বজায়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের দ্বিতীয় দিন হাজিরা পবিত্র নগরী মক্কায় পৌঁছায়। হাজিরা নিরাপদ দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধগুলো মেনে চলছে কিনা- তাতে সতর্ক দৃষ্টি রাখছে নিরাপত্তাকর্মীরা।
মক্কায় হাজিদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর মধ্যে একজন আফনান আবু হুসেইন, পুলিশ সার্ভিস ট্রেনিং থেকে প্রথম নারী ক্যাডেট ব্যাচের সদস্য। হাজিদের নিরাপত্তায় পুরুষের পাশাপাশি নারী পুলিশদের মোতায়েন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।