মঙ্গল গ্রহে ফুলের মতো একটি বস্তুর ছবি পাওয়া গেছে। গত সপ্তাহে এই ছবি তুলেছে নাসার কিউরিওসিটি রোভারের ক্যামেরা। নাসা সম্প্রতি এই ছবি প্রকাশ করেছে। ছবিটি ত্রিমাত্রিকভাবে কেলাসের মতো।
মঙ্গল গ্রহে সদ্য আবিষ্কৃত এই পদার্থের নাম দেওয়া হয়েছে ‘ব্ল্যাকথর্ন সল্ট’। রোভারের ভেতরে থাকা ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’-এর সাহায্যে এই ছবি তোলা সম্ভব হয়েছে। ফুলের মতো দেখতে সেই বস্তুটি কোনো জৈব পদার্থ নাকি অন্য কিছু—তা নিয়ে ধোঁয়াশা যায়নি বিজ্ঞানীদের। তবে প্রাথমিকভাবে ছবি খতিয়ে দেখে ধারণা করা হচ্ছে, মঙ্গল গ্রহে থাকা কোনো খনিজ পদার্থ বিশেষ কোনো কারণে ফুলের মতো আকৃতি পেয়েছে। আবার কয়েকটি পদার্থের মিশ্রণেও ফুলের মতো জিনিসটি তৈরি হতে পারে। ত্রিমাত্রিক কেলাসের কারণে একে বিজ্ঞানের পরিভাষায় ‘ডায়াজেনেটিক ক্রিস্টাল ক্লাস্টার’ বলা হয়।
মঙ্গল গ্রহে অনেক কোটি বছর আগে তরল পানির স্রোত ছিল। নদীনালা ও জলপ্রপাতের অস্তিত্বও ছিল বলে ধারণা বিজ্ঞানীদের। এসবের নিচে কোনো খনিজ পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র : দ্য সান