পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ ঝাড়লেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতার রাজনীতি ‘নোংরা’ বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার কেরালা রাজ্য থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন পশ্চিমবঙ্গের রাজভবনের এক নারী কর্মী। তাঁর অভিযোগ—চাকরি স্থায়ী করার কথা বলে তাঁকে গত ২ মে ও তার আগে ২৪ এপ্রিল শ্লীলতাহানি করেন রাজ্যপাল। পুলিশের কাছে লিখিতভাবে এ নিয়ে অভিযোগও করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে সিভি আনন্দ বলেছেন, এটা ষড়যন্ত্র।
ওই প্রসঙ্গ তুলে গতকাল সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনেছেন এমন সময়, যখন দেশে নির্বাচন চলছে। তিনি আমার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, অপমানজনক মন্তব্য করেছেন। আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নোংরা। আমি এই দিদিগিরি কখনই মেনে নেব না।’
রাজ্যপাল হয়ে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে আসেন ২০২২ সালের ২৩ নভেম্বর। এখন তাঁর বয়স ৭৩ বছর। কলকাতায় আসার পর থেকে কখনোই মমতার তৃণমূল কংগ্রেসের সঙ্গে মধুর সম্পর্ক ছিল না তাঁর। তৃণমূল সব সময়ই রাজভবনকে বিজেপির কার্যালয় হিসেবে আখ্যা দিয়েছে। আর রাজ্যপালকে অভিযুক্ত করেছে বিজেপির ‘ক্যাডার’ হিসেবে।