শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

মমতার সরকারকে উপড়ে ফেলা হবে, অমিতের হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। খবর পার্সটুডের।

আজ রবিবার তিনি পশ্চিমবঙ্গের ডুমুরজলায় দলীয় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে অমিত শাহ আরও বলেন, বাংলার মানুষকে উনি বোকা বানাচ্ছেন। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন আসতে আসতে মমতা একা হয়ে যাবেন, পাশে কেউ থাকবে না। মমতার একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। মোদীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত। বিজেপি সরকার বাংলাকে সুরক্ষিত করবে। কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, বিজেপি সেটা দেখবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *