পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: রেড রোডে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। শুক্রবার রাতে ধরনা মঞ্চেই ছিলেন মুখ্যমন্ত্রী। এরপর শনিবার সকালে প্রাতঃভ্রমণে বার হন তিনি। সেই সময় ময়দান সংলগ্ন এলাকায় যাঁরা বাস্কেট বল খেলছিলেন, তাঁদের সঙ্গে বল নিয়ে নাড়াচাড়াও করেন মুখ্যমন্ত্রী।
শনিবার সকাল থেকেই কুয়াশার চাদড়ে মোড়া রেড রোড চত্বর। ধরনা মঞ্চে রাত্রিযাপনের পর সকালে রেড রোডের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সময় সেখানে বাক্সেট বল গ্রাউন্ডে খেলছিলেন কয়েকজন। সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানান, তিনি বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, বাস্কেট বল খেলেছেন, বল নিয়ে নাড়াচাড়া করেছেন। এদিন সকালে কলকাতার পুলিশ কমিশনারকেও মঞ্চের পাশে উপস্থিত থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, বকেয়ার দাবিতে রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। শুক্রবার থেকে শুরু হয়েছে মমতার। তিনি জানান ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধরনা কর্মসূচি। এক একদিন এক একটি গণ সংগঠনের ধরনার দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে থাকবে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস ও শ্রমিক সংগঠন।