আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে অবস্থিত মরক্কোর দূতাবাস তাদের দেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে দেখা স্পেনের সেউটা ও মেলিলা অঞ্চলকে মরক্কোর অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ দেখিয়েছে স্পেন। দেশটির রাজনীতিবিদরা একের পর এক বক্তব্য দিয়েই চলেছেন এ নিয়ে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে জানানো হয়, শুধু স্পেনের দুই অঞ্চলই নয়, ওয়েস্টার্ন সাহারার বিশাল বিতর্কিত ভূমিকেও নিজের অংশ হিসেবে দেখানো হয়েছে নতুন ওই মানচিত্রে। সম্প্রতি মরক্কো দূটাবাসের ওয়েবসাইটে ওই মানচিত্রটি আপলোড করা হয়। এ নিয়ে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সেউটা ও মেলিলা সবসময়ই স্পেনের অংশ। মরক্কোর বিরুদ্ধে এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা তা অবশ্য জানায়নি মন্ত্রণালয়টি।
এদিকে মেলিলার প্রধান হুয়ান জোসে ইম্ব্রোদা এক বিবৃতিতে বলেন, নতুন এই মানচিত্র মরক্কোর আরেকটি আগ্রাসী পদক্ষেপ। এ নিয়ে স্পেনের সরকারকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। স্পেনের সোশ্যালিস্ট পার্টির নেতা গ্লোরিয়া রোহাস মরক্কোর সমালোচনা করে বলেন, মেলিলা স্পেনের অংশ কিনা তা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে তাহলে আমরা সৈহ্য করবো না।
স্পেনের সরকার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে মেলিলা ও সেউটা স্পেনের অংশ। আর কোনো কথা নয়।

