পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে দু’দিন হাওড়া জুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই উত্তেজনাপ্রবণ বিভিন্ন এলাকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনাকে রাজ্য প্রশাসনের ব্যর্থতা বলে দাবি তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিয়েছেন আইনজীবী সুস্মিতা সাহা।
হাওড়ার পরিস্থিতি নিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সকালেই পৌঁছে গিয়েছিলেন উলুবেড়িয়া। এর পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও হাওড়া যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। এ নিয়ে ইতিমধ্যেই আদালতের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এরই মধ্যে আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জিও করা হয়েছে।
পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ: নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার উলুবেড়িয়ায় পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় অবরোধ, ভাঙচুর হয়েছে। পুলিসের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া এবং বিজেপি কার্যলয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থায় হাওড়ার ঘটনা নিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রৗী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ”আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”
শুক্রবার সকালে থেকেই উত্তপ্ত ছিল পার্কসার্কাস, উলুবেড়িয়া, পোর্টের কাচ্চি সড়ক রোড। সেখানে অবরোধ করা হয়। সেভেন পয়েন্টে জমায়েতের জেরে সংলগ্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ-অবরোধে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার উলুবেড়িয়া। উলুবেড়িয়ার বানিতবলা চেকপোস্টে এলাকায় পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ৬ নম্বর জাতীয় সড়কে পুলিস গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাওড়ায় ১২ জন শীর্ষ পুলিস কর্তাকে পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে টুইটে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও।