শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

মহাবিপর্যয়ে গুগল, জিমেইলসহ অনেক সেবা বন্ধ

মহাবিপর্যয়ে পড়েছে প্রযুক্তি জগতের মোড়ল গুগল। জিমেইল, ইউটিউবসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা বন্ধ হয়ে গেছে। এটা গুগলের ইতিহাসে স্মরণকালের মহাবিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে। কার এর আগে নিকট অতীতে জিমেইল ও ইউটিউব একসঙ্গে বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি। মাঝে মধ্যে জিমেইলে সমস্যা হলেও তা অল্প সময়েই সমাধান হয়ে গেছে।

জিমেইল ব্যবহারকারীরা ‘টেম্পারারি এরর’ মেসেজ পাচ্ছেন। ইউটিউবেও মেসেজ আসছে সামথিং ওয়েন্ট রং। জিমেইলসেবা বন্ধ থাকার কারণে ক্ষমা চাচ্ছে গুগল। তবে গুগল সার্চ কাজ করছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল, ইউটিউবসহ বেশ কিছু সার্ভিস ডাউন থাকার পেছনে ‘সাইবার হামলা’কে গুগল সন্দেহ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল আহমেদ জুনায়েদ।

গুগলের কর্মকর্তাদের বরাত দিয়ে আহমেদ জুনায়েদ বলেন, ‘গুগলের সন্দেহ এটি একটি “সাইবার-অ্যাটাক” ছিল, যার জন্য বিকেল ৫টা ৫০ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সার্ভিস ডাউন ছিল। সন্ধ্যা ৬টা ৫০ থেকে গুগলের সেবা স্বাভাবিক হতে থাকে।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ভাইস-প্রেসিডেন্ট আহমেদ জুনায়েদ জানান, সাইবার-অ্যাটাকের বিষয়টি গুগল তাদেরকে জানিয়েছে। তবে, তা কোন দেশ থেকে করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গুগল।

তিনি বলেন, ‘গুগল সেবা আবার ঠিকমতোই কাজ করছে বলে মনে হচ্ছে। তবে, অনেক ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে। যেমন, জিমেইলে অ্যাড্রেস বার ঠিকভাবে কাজ করছে না।’

‘সাইবার-হামলা’ সম্পর্কে একটি বিবৃতি দেওয়ার জন্য গুগলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান আহমেদ জুনায়েদ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *