বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ড পেয়েছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে এই অ্যাওয়ার্ড দিয়েছে ‘দ্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসনের এই সনদ পাওয়া প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার রক্ষায়’ কাজ করার স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা এ পুরস্কার পেয়েছেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম, যা চরম হতাশার। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসাড় আর বিভ্রান্তিকর, তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। সর্বক্ষেত্রে দুর্নীতির জন্য সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদতপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল, ভোজ্য তেল, চিনি, চাল, ডালসহ নিত্য ব্যবহার্য সব দ্রব্যের দাম বাড়ানো হচ্ছে। অবিলম্বে সব পণ্যের মূল্যহ্রাস, বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।