শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে ব্রিটেন

পরীক্ষা বাড়ছে প্রায় সব দেশে। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। ভারতে এক দিনেই আক্রান্ত প্রায় ১৬ হাজার। অন্যদিকে, যে মেক্সিকোয় করোনার খুব কম পরীক্ষা হচ্ছে বলে খবর ছড়িয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ছয় হাজার। সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে থাকা আমেরিকার পরিস্থিতি গুরুতর। এপ্রিলের মতোই ফের সেখানে গ্রাফ চড়ছে সংক্রমণের। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন, সংক্রমণের হার কোথাও কমেনি ৷ এই মারণভাইরাসকে ঠেকানো সম্ভব একমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই ৷ আর সেই ভ্যাকসিন তৈরির কাজ অনেক দিন ধরেই শুরু করে দিয়েছে বিভিন্ন দেশ ৷ কাজে সাফল্য কতটা এসেছে, এবার তা দেখতে মানবদেহে নতুন ভ্যাকসিনের ট্রায়াল শুরু হল ব্রিটেনে ৷

আগামী কয়েক সপ্তাহে প্রায় ৩০০ জনের শরীরে করোনার এই নতুন ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে সংবাদসংস্থা বিবিসি সূত্রে খবর ৷ লন্ডনের ইম্পেরিয়ল কলেজের অধ্যাপক রবিন শ্যাটক এবং তার সহকারীরা মিলে যে ভ্যাকসিনের গবেষণা করেছেন, তার ট্রায়াল হিসেবে ৩০০ জন ভলান্টিয়ারও ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগেই মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেন ৷ গোটা বিশ্বে প্রায় ১২০টি কভিড-১৯ ভ্যাকসিন প্রোগ্রাম চালু রয়েছে ৷ সাফল্য দ্রুত পাওয়া যাবে বলেই আশাবাদী গবেষকরা ৷

লকডাউন কাটিয়ে উঠে গোটা বিশ্বেই মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ফিরলেও এখনও করোনা আতঙ্ক থেকে মুক্ত নয় কেউই ৷ তাই ভরসা একমাত্র ভ্যাকসিনই ৷ করোনার প্রতিষেধক কবে পাওয়া যাবে, তা নিয়ে অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্বই ৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *