- দেশ থেকে বের করে দিতে বললেন মানিক।
- যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বললেন নাজমুল।
বাংলাদেশ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত পিটার হাসকে প্রাক্তন বিচারক ও আওয়ামী লীগ ক্যাডার শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম হুমকি দিয়েছেন।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মানিক বলেন, ‘বাস্তবতা হলো তাদের কোনো অধিকার নেই। সুতরাং দে মাস্ট বি কোয়াইট। তারা চুপ করে থাকবে। আমি যেটা বললাম, তাদের ভিসানীতি দেখে দিনের শেষে কিন্তু তারাই লজ্জিত হবে। আর হিউম্যান রাইটসের কথা, যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের হিউম্যান রাইটস অনেক বেশি। যে দেশে প্রতিদিন পুলিশ কালো লোকদের গুলি করে মারছে। এগুলো কি আমরা চোখে দেখি না। তাই আমাদের এখন উচিত তাদের ইগনোর করা এবং তাদের যে রাষ্ট্রদূত এগুলো কথা বলছে তাকে বের করে দেওয়া।’
তিনি আরও বলেন, ‘আমার কথা খুব সোজাসাপটা। তাকে বের করে দেওয়া। যেহেতু তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন, ডিপ্লোম্যাটিক আইন লঙ্ঘন করছেন তাই তাকে বলা উচিত, ইউ কিপ কোয়াইট (চুপ করে থাক) অথবা ইউ লিভ ইন কান্ট্রি (দেশ থেকে চলে যাও)।’ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সিদ্দিকী নাজমুল আলম বলেন,‘আমরা আপনার কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন, আপনি বাংলাদেশে ইতোমধ্যে আপনার সীমা লঙ্ঘন করেছেন। মনে রাখবেন, এটি ১৯৭৫ সাল নয়, এটি ২০২৩। এখন আমাদের জনগণ অনেক ঐক্যবদ্ধ ও আপনাদের নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সচেতন। সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান।’