শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪০

আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে বিদ্রোহীদের হামলা অন্তত ৪০ নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। দেশটির সেনাবাহিনী দুজন বিদ্রোহী নেতাকে গ্রেপ্তারের দুই সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্তৃপক্ষের বরাতে জানা যায়, কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যা নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে।

দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়।

স্থানীয় একজন কর্মকর্তা জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা আসে। নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন।

কোনো গ্রুপ এখনও হামলার দায় স্বীকার করেনি। মালির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সুলেইমানি ডেমবেলে হামলার ঘটনা নিশ্চিত করা ছাড়া আর কিছু জানাননি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *