শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

মালয়েশিয়ায় চার বাংলাদেশি অভিবাসী আটক

আহমাদুল কবির: মালয়েশিয়ার পেরাক জলসীমা থেকে চার বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) পেরাক পুলিশ প্রধান দাতুক মিওর ফরিদালাথ্রাশ ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কালুম্পাং বালির টিলায় নৌকা আটকে যাওয়ার পর কুয়ালা কুরাউ এলাকায় রোহিঙ্গাসহ মিয়ানমার থেকে নৌকাযোগে আসা ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে চার বাংলাদেশি ও পাঁচ মিয়ানমার নাগরিক রয়েছে। এছাড়া আটকদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৫৯ জন নারী, নয়জন ছেলে ও নয়জন মেয়ে রয়েছে। আটকদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশুও রয়েছে। বাকিদের বয়স ৪০ বছরের মধ্যে।

দাতুক মিওর ফরিদালাথ্রাশ ওয়াহিদ জানান, প্রথমে উপকূল থেকে ছয় নটিক্যাল মাইল দূরে নৌকায় থাকা ৮৭ জনকে আটক করা হয়েছে। বাকিরা পালানোর চেষ্টা করলে তীরে আসার পর তাদের আটক করা হয়।

অবৈধদের ধরতে অভিযানটি সকাল ৭ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত হয়েছে বলে জানান রাজ্যের এ পুলিশ প্রধান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *