কমিউনিটি নিউজ ডেস্ক: সরকারের নানান অব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দুর্ভোগ ও দুর্দশা চলছে। ফলে রেমিটেন্স প্রবাহও আগের চেয়ে অনেক কমে আসছে। বিভিন্ন দেশ থেকে একের পর এক খারাপ খবর আসছে। সম্প্রতি মালয়েশিয়ায় চাকরিহীন শত শত বাংলাদেশি শ্রমিকের দুর্দশার মধ্যে বাস করার খবর পাওয়া গেছে। তাদের নিয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সম্প্রতি এক অভিবাসী অধিকারকর্মী বিষয়টি জাতিসংঘকে অবহিত করেছেন।
অভিবাসী অধিকারকর্মী অ্যান্ডি হল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) অধীন ওএইচসিএইচআরকে লেখা চিঠিতে শ্রমিকদের অবস্থাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি তাদের দরিদ্র জীবনযাত্রার বিশদ বিবরণ দিয়েছেন, যার মধ্যে রয়েছে সংকুচিত নোংরা বাসস্থান, অস্বাস্থ্যকর স্যানিটেশন, সামান্য খাবার খেয়ে জীবন ধারণের চিত্র। কীভাবে তারা গত ১৮ মাস বা তারও বেশি সময় ধরে নিয়োগের অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণগ্রস্ত হয়ে আছেন, তাও উঠে এসেছে।
অ্যান্ডি হল দাসত্ব, পাচার, অভিবাসী, দারিদ্র্য এবং ব্যবসা ও মানবাধিকার বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এবং এশিয়া প্যাসিফিকের অভিবাসন ও মানবাধিকার বিষয়ক সিনিয়র উপদেষ্টা পিয়া ওবেরয়ের কাছেও নথিভুক্ত অভিযোগগুলো দাখিল করেছেন। সেখানে তিনি জানান, মালয়েশিয়া সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মী তাদের দেশে রয়েছে। তিনি বলেন, সরকার স্বীকার করেছে মালয়েশিয়ায় প্রায় আড়াই লাখ কর্মী রয়েছে। যার মধ্যে নিয়মতান্ত্রিক বাধ্যতামূলক শ্রম, আধুনিক দাসত্ব এবং ঋণের বন্ধন রয়েছে। একটি নথিভুক্ত মামলার উদ্ধৃতি দিয়ে অ্যান্ডি হল বলেছেন, ৪০০ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে শ্রমে জড়িত ছিল, যাদের বর্তমানে থাকার ও খাবারের উপযুক্ত ব্যবস্থা নেই। তিনি বলেন,তারা সংকুচিত অবস্থায় বাস করছেন এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি ঘরে প্রায় ১৪ জন শ্রমিক আটকে আছে। শ্রমিকদের স্বাক্ষরিত চুক্তি অনুসারে তাদের সম্পূর্ণ মজুরি পাওয়া উচিত এবং তাদের অন্য সহায়তা প্রদান করা উচিত।
বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলো ওমান
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের এই দুর্দশার খবরের মাঝেই ওমানে বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এ ঘোষণা দেয় রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সংস্থাটি জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে। আরওপি নিশ্চিত করেছে, ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।
এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না। এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।