শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

মাশরাফীকে ধন্যবাদ জানিয়ে বিসিবি নিয়ে মুখ খুলেছেন রুবেলও

ব্রেন টিউমারে দীর্ঘদিন ধরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তার চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। দীর্ঘ সময় ধরে খেলছেন না ক্রিকেট। অথচ তাদের আয়ের একমাত্র মাধ্যমই ক্রিকেট।

রুবেলের অসুস্থ হবার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সামান্য অর্থ অনুদান দেয়া হলেও গণমাধ্যমে বিসিবি কর্তারা বিরক্তি প্রকাশ করেছেন সে সময়।

এসব নিয়ে কোনো ক্রিকেটার কথা বলেননি কখনও তবে সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, যারা এসব বলেন তাদের কী অবদান দেশের ক্রিকেটে?

‘আমাদের মোশাররফ হোসেন রুবেল, ওর ব্রেন টিউমার। ওরে কে টাকা দেবে। এগুলো বলা হয়েছে না? রুবেলেরটা আমি মানতে পারিনি। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারে উদ্দেশ্য করে বলতেছে, একেক জন অসুস্থ হবে। ৫ লাখ ৭ লাখ করে টাকা দিতে হবে। যে মানুষগুলা কথা বলতেছে ওদের অবদান কি?’

মাশরাফীর এমন কথায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ রুবেল। ফেসবুকে এক পোস্টে লিখেন, কঠিন সময়ে অভিবাবকতূল্য বিসিবিকে পাশে না পাবার হতাশা।

‘ধন্যবাদ মাশরাফি বিন মোর্তুজাকে, বিষয়টাকে সামনে আনার জন্য। আমার জীবনের সবচেয়ে সেরা সময়টা দিলাম ক্রিকেটের পেছনে। হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবনটা লন্ডভন্ড হয়ে যায়। কঠিন এই সময়ে অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে আশা করেছিলাম।’

রুবেল আরও লিখেছেন, যেখানে চিকিৎসা ব্যয় কোটি টাকার উপর সেখানে সামান্য কিছু টাকা দিয়ে অপমান করার অধিকার দেয়া হয়নি বিসিবিকে

‘চিকিৎসা ব্যয় যেখানে দেড় থেকে দুই কোটি টাকা, সেখানে ৫/১০ লাখ টাকা দিয়ে অপমান করার অধিকার আপনাদেরকে দেয়া হয় নাই। আশা করি ভবিষ্যতে ক্রিকেটারদের বিপদে পাশে না থাকতে পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিবেন।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *