ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক করেছেন ‘মায়ের ডাক’র প্রতিনিধি।
‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে ৬ শ’র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। গুমের শিকার বেশিরভাগ পরিবারের সদস্যদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে। এরপর থেকে স্বজনদের খুঁজছে ভিকটিম ফ্যামিলিগুলো। গুমের এসব ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় সে বিষয়ে নিশ্চিত করার দাবি জানিয়েছি আমরা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান মিশেল ব্যাচলেটের সঙ্গে বৈঠক করেন তুলিসহ মানাবধিকার কর্মী ও সংস্থার প্রতিনিধিরা।
তুলি বলেন, ‘সংগঠনের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি জোরপূর্বক গুমের ঘটনাগুলো ব্যাচলেটের সামনে তুলে ধরেছি। আমরা বলেছি, এই সরকারের আমলে ছয় শ’র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন।’
তুলি জানান, তার ভাই সাজেদুল ইসলামকে ২০১৩ সালের ডিসেম্বরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর এখন পর্যন্ত তার সম্পর্কে কিছু জানতে পারেনি পরিবার।
বুধবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মিশেল ব্যাচেলেট ঢাকা সফরকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে যেন চাপ দেন, সেই আহ্বান জানিয়েছে নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, বাংলাদেশ সফরকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমসহ গুরুতর সব নির্যাতন বন্ধে প্রকাশ্যে আহ্বান জানানো উচিত ব্যাচেলেটের।

