আসাম নিউজ ডেস্ক: মিজোরামে নির্মানাধীন রেলসেতু ভেঙে অন্তত ২২ জন নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেতু তৈরির কাজ চলাকালে হঠাৎ নির্মানাধীন অংশ ভেঙে পড়ে। এর নিটেচ চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। ২২টি মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা এ ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে।
মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ধাতব ফ্রেম উঁচু কলামগুলোর নীচের একটি উপত্যকায় ভেঙে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু জানিয়েছে, ঘটনাস্থলে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন।