শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট!

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল (শনিবার) শুরু হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকায় ম্যাচ দেখার সুযোগ পেলেও ঢাকার দর্শকরা ৫০ টাকাতেই গ্যালারিতে বসে দেখতে পাবেন শেষ টেস্ট। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার শুরু হবে ঢাকা টেস্ট, তবে আজ (শুক্রবার) থেকেই ক্রিকেটপ্রেমীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে।

বিসিবি এক বিবৃতিতে টিকিটের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো- গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি ৫০ টাকা।

করোনাভাইরাস সতর্কতায় মিরপুরে টি-টোয়েন্টি সিরিজে পূর্ব গ্যালারির ওপরের অংশে বসে খেলা দেখেছেন বেশিরভাগ দর্শক। চট্টগ্রামেও দুটি গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত ছিল। ঢাকা টেস্টেও তেমনটাই থাকবে। করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নেওয়া দর্শক কেবল খেলা দেখার সুযোগ পাবেন। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের অবশ্য টিকার সার্টিফিকেট লাগবে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *