মিয়ানমারে জান্তা সরকারের বিরোধিতার খেসারত দিয়েছেন অনেকে। সরকার বিরোধিতার জেরে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দেশটিতে। এবার নতুন খবর সামনে এল। রয়টার্সের খবরে বলা হয়েছে, জান্তা সরকারের বিরোধিতা করায় ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, দেশটির সেনাসদস্যরা এই হত্যাকাণ্ড চালিয়েছেন।
মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন বলছেন, সেখানে অনেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছেন।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ওই এলাকায় জান্তা সরকারবিরোধী একটি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয়েছিল। এই বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে।
এসব ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মিয়ানমার নাউসহ বেশ কিছু গণমাধ্যম। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি টেলিফোন ধরেননি। তবে ওই এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবী ত্রাণকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মঙ্গলবার সেনারা দন তাও গ্রামে প্রবেশ করেন। এরপর বেলা ১১টার দিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়। তিনি বলেন, সেনারা যাঁকে সামনে পেয়েছেন, তাঁকেই হত্যা করেছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি, নিহত ব্যক্তিরা মিলিশিয়া সদস্য, নাকি জনসাধারণ।
দন তাও গ্রামে সেনাবাহিনীর হামলার তথ্য নিশ্চিত করেছেন সেখানকার মিলিশিয়া বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য খিয়াও উন্না। তিনি বলেন, সেনাসদস্যরা ওই গ্রামে ঢুকে গুলি চালিয়েছেন, এই খবর তিনি শুনেছেন।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই গ্রামে ১৩ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে পোড়ানো হয়েছে। যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং পাঁচ কিশোর।