আরাকান নিউজ ডেস্ক: বাংলাদেশের বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ফের মিয়ানমারের গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ারুল ইসলাম গতকাল সন্ধ্যায় জানান, মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে। তবে সে দেশের আকাশে হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।
এক মাসের বেশি সময় ধরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং সে দেশের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে লড়াই চলছে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি সেনা ও সীমান্তরক্ষী ক্যাম্প দখল, অস্ত্রশস্ত্র লুট, হেলিকপ্টার ভূপাতিত করাসহ উভয় পক্ষের হতাহতের খবর পাওয়া গেছে।