শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক হাফিজ মজির উদ্দিন আর নেই

যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতা, লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের অন‍্যতম প্রতিষ্ঠাতা সদস‍্য ও প্রাক্তন ভাইস-চেয়ারম‍্যান আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় সিলেট নগরীর নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি ৪ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাঘিরঘাট গ্রামে।

এদিকে, ঐদিন বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর মানিক পীর (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইউ.কে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস‍্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে একজন প্রবাসী সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা পালন করায় বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার কর্তৃক সম্মাননা লাভ করেন। তিনি লন্ডনের সাউথ ওডফোর্ডে স্বপরিবারে বসবাস করতেন।

তার মৃত‍্যুতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

‘দ্যা গ্রেইট বেঙ্গল টুডে’ সম্পাদকের শোক প্রকাশ

আলহাজ্ব হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে ‘দ্যা গ্রেইট বেঙ্গল টুডে’ সম্পাদক গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *