নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন
করোনা পরিস্থিতিতে আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ৮০ কোটি পরিবার উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার আনলক-২ শুরু হওয়ার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী।
রেশন নিয়ে মমতার ঘোষণা
কেন্দ্রে ঘোষণা শোনার পর নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরের বছর ১২ মাস পর্যন্ত ফ্রি রেশন দাওয়ার কথা ঘোষণা করেছেন। তবে এক দেশ এক রেশন কার্ড নিয়ে কোনও কথা বলতে চাননি তিনি। রাজ্যের প্রকল্পেই রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন বলে জানিয়েছেন তিনি।
সুজনের আক্রমণ
রেশন নিয়ে মোদী-মমতা প্রতিযোগিতা করছেন। মঙ্গলবার এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। সাংবাদিকদের তিনি জানিয়েছেন আগে জুন মাস পর্যন্ত মমতা সরকার থাকুক তারপরেও তো ফ্রি রেশন নিয়ে কথা হবে। একুশের ভোট এগিয়ে আসছে বলেই এই ঘোষণা বলে জানিয়েছেন তিনি।
খাদ্য সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব
রেশন নিয়ে রাজনীতি করার জায়গা নয় এটা। কারণ খাদ্য সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। লকডাউনের মধ্যে দেশবাসীর খাদ্য সুনিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সেই মতোই কাজ করতে হবে কেন্দ্রকে। এই নিয়ে ভোট রাজনীতি মানায় না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সুজন চক্রবর্তী।

