আসাম নিউজ ডেস্ক: বর্তমানে অসমে রাজনৈতিক মহলে সর্বত্ৰই মুঘলদের নিয়ে চৰ্চা চলছে। দিন দুয়েক আগে বরপেটার সাংসদ আব্দুল খালেক মুঘলদের প্ৰশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তার প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। মুঘল প্ৰসংগ নিয়ে এবার মুখ খুললেন এআইইউডিএফ (AIUDF) প্ৰধান বদরুদ্দিন আজমল।
AIUDF প্ৰধান বদরুদ্দিন আজমল বলেন, আবদুল খালেক নিজের কেন্দ্ৰে কোনও কাজ করেননি। ২০২৪ সালের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, তাই লোকের নজর আকর্ষণ করতে আবদুল খালেক এইসব কথা বলছেন। পাব্লিসিটির জন্য এই সব করছেন। খালেকের মতো কালো খাটো মানুষ মুঘল হতেই পারে না। মুঘলরা দেখতে লম্বা এবং গায়ের রং দেখতে লালটুকটুকে ফর্সা হয়।
একইসঙ্গে মাদ্ৰাসা উচ্ছেদ নিয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে আজমল বলেন, মাদ্ৰাস সাধারণ মানুষের টাকা দিয়ে নির্মাণ করা হয়। মাদ্ৰাসায় ভালো শিক্ষা দেওয়া হয় বলেই তৈরি করা হয়। তাঁর কথায় – পুকুর বিষাক্ত সাপ ঢুকলে সাপকে মারবেন না কি গোটা পুকুরটাকেই মাটি দিয়ে বুজিয়ে দেওয়া হবে? প্ৰশ্ন তুলেছেন তিনি।
তাঁর মতে একজন মানুষ দোষ করলে তার জন্য গোটা মাদ্ৰাসা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার যুক্তি নেই। দুই একজনকে মেরে যদি জেহাদি শেষ করতে পারা যায় তাতে তাঁর আপত্তি নেই। কিন্তু মাদ্ৰাসা ভাঙা নিয়ে আপত্তি প্ৰকাশ করেছেন এআইইউডিএফ প্ৰধান বদরুদ্দিন আজমল। তিনি বলেন, মাদ্ৰাসায় ভালো শিক্ষা দেওয়া হয়। কেউ যদি জেহাদিকে সাহায্য করছে প্রমাণ থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হোক।