শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

মোটরযান চুক্তি কার্যকরে ভারত-বাংলাদেশ-নেপালের বৈঠকে

বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তি (বিবিআইএন এমভিএ) বাস্তবায়নে দিল্লীতে দুদিনব্যাপী বৈঠক করেছেন তিন দেশের প্রতিনিধিরা।

মঙ্গলবার নয়াদিল্লিতে শেষ হওয়া চার দেশের দু’দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তি (বিবিআইএন এমভিএ) বাস্তবায়নে এর যাত্রী ও কার্গো প্রটোকল দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ টি এম রকিবুল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্ত, নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কেশব কুমার শর্মা স্বীয় দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভুটানের পক্ষে ভারতে নিযুক্ত ভুটানী দূতাবাসের প্রথম সচিব পর্যবেক্ষক হিসেবে এই বৈঠকে যোগ দেন।

বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালের মধ্যে যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে ২০১৫ সালের ১৫ জুন বিবিআইএন এমভিএ স্বাক্ষরিত হয়। ভুটানের পার্লামেন্ট এখনও চুক্তিটির অনুমোদন করেনি। তাই ভুটানকে বাদ রেখেই বাকি তিন দেশ এ চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল। তবে ভবিষ্যতে ভুটানে যোগদানের সুযোগ রাখা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে বৈঠক হয়েছিল। দিল্লির বৈঠকে স্থির হয়েছে আপাতত ভারত-বাংলাদেশ-নেপাল এ চুক্তি বাস্তবায়ন করবে। খসড়া সমঝোতাপত্রে ভবিষ্যতে ট্রাফিক নিয়মাবলি চূড়ান্ত করা হবে।

বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানায়, তারা কারিগরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিবিআইএন মোটরযান চুক্তি বাস্তবায়নের জন্য যাত্রী গাড়ি ও কার্গো জাহাজ চলাচলের প্রটোকল নিয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *