যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ড’স-এর হ্যাম্পশায়ার শাখা থেকে চিকেন নাগেট কিনে বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক নারী। তার ৬ বছর বয়সী কন্যাসন্তান ওই ফাস্টফুড খাওয়ার সময় নীল রংয়ের সার্জিকাল মাস্ক দেখতে পায়।
৩২ বছর বয়সী লওরা আরবার বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার দোকান থেকে কিনে আনা খাবারে তারা ওই মাস্ক পান।
‘মেয়ে নাগেট খাওয়ার সময় আমার সন্দেহ হয়। ওর মুখ থেকে নিয়ে দেখতে পাই ভেতরে সার্জিকাল মাস্ক।’
ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
আরবার পুরো বিষয়টিকে কর্মীদের অবহেলা বলে মন্তব্য করেছেন, ‘খাবারের ভেতর মাস্ক থাকবে, এটা মেনেই নেয়া যায় না। রীতিমতো অবহেলা। চুইংগামের মতো লেগে ছিল।’
‘মেয়ে খাওয়ার সময় আমি রুমে না থাকলে কী যে হতো, ভাবতেই পারছি না।’
আরবার জানিয়েছেন, খাবারে মাস্ক পেয়েই সোজা দোকানের ম্যানেজারের কাছে যান তিনি। ম্যানেজার তাকে বলেন, এটি তাদের শাখায় রান্না হয়নি।
আরবার বলছেন, জীবনে কোনোদিন তিনি এই কোম্পানির খাবার কিনবেন না।
ম্যাকডোনাল্ড’সের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘বিষয়টি জানার পর আমরা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। খাবারের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

