শিরোনাম
রবি. জানু ৪, ২০২৬

‘ময়না’র মুক্তিতে বাধা নেই

বিনোদন প্রতিবেদক: মুক্তির অনুমতি পেল জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটিতে ময়না চরিত্রে অভিনয় করেন রাজ রিপা।

‘ময়না’ প্রসঙ্গে রাজ রিপা বলেন, আমি অনেক বেশি এক্সাইটেড নারীপ্রধান এই গল্প নিয়ে। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা এটি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এক মেয়ের সংগ্রামের গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন।

রাজ রিপা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আরেফিন জিলানী। সিনেমাটিতে চিত্রনায়ক শিশির সরদার, চিত্রনায়িকা অ্যঞ্জেলা জলি ও কণ্ঠশিল্পী আপনকে বিশেষ চরিত্রে দেখা যাবে।

ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ রিপা। সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *