শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

যা বলবো করে দেখাবো; রাজনীতিকদের এটাই নীতি হওয়া উচিত: মমতা

ভারতের গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যা বলব, করে দেখাব। রাজনীতিকদের এটাই নীতি হওয়া উচিত।’’ এছাড়াও মমতা বলেছেন, গোয়ায় তিনি বহিরাগত নন। তিনি যেমন বাংলার মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে। গোটা ভারতেরই মেয়ে তিনি।

শুক্রবার রাজ্যটিতে এসে বিশিষ্টজনদের সাথে বৈঠকে মমতা একথা বলেছেন জানিয়ে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়- শুক্রবার সকালে গোয়ার তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকে মমতা বলেছিলেন, ‘‘আমি বহিরাগত নই। আমি বাংলার মেয়ে, ভারতের মেয়ে। বাংলার মতো গোয়াও আমার মাতৃভূমি।’’

এরপর বাংলার মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ কটাক্ষ করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় তথ্য-প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি লিখেছিলেন, ‘গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত।

বাংলায় বিভাজনমূলক প্রচার চালিয়েছিলেন তিনি। তিনি দাবি করেন, তিনি ধর্মনিরেপক্ষ। বাংলায় বিজেপি কর্মীদের খুন, ধর্ষণ করেছিল তার দলের কর্মীরা, বিশেষত মুসলমানরা। তিনি কোনও কথা বলেননি। ওর হাতে রক্ত আছে।’

সন্ধ্যায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে মমতা ওই টুইটের প্রতিক্রিয়ায় বলেন, ‘‘আমি বহিরাগত নই। আমি যেমন বাংলার মেয়ে, তেমনই গোয়ার মেয়ে। আমি আপনাদের বোনের মতো। বাংলাও আমার মাতৃভূমি, গোয়াও আমার মাতৃভূমি।’’ সেই সঙ্গে তার সংযোজন, ‘‘আমি ভারতের যে কোন জায়গায় যেতে পারি। যেতে পারি না আসাম, উত্তরপ্রদেশে। এখানে আসার আগে আমার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় তো মারধর করেই যাচ্ছে।’’

বিজেপি-র বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘বিজেপি মানুষের মনে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। বিভেদমূলক রাজনীতিকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। গোয়ায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করব আমরা।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *