মো: রেজাউল করিম মৃধা, পূর্ব লন্ডন: যুক্তরাজ্যে আবারও দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটিতে ৯০ হাজার ৬২৯ জনের কোভিড শনাক্ত হয়। গত এক সপ্তাহে কোভিডের সর্বোচ্চ ৬১৫,৭০৭ সংক্রমণ দেখেছে দেশটি। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে সর্বোচ্চ সংক্রমণের। গত এক সপ্তাহে দেশটিতে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮০৮ জন।
পরিস্থিতি বিবেচনায় লকডাউন জারির জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনকে চাপ দিয়ে যাচ্ছেন মন্ত্রীসভার একাংশ। বিজ্ঞানীরাও ভয় পাচ্ছেন, এ হারে সংক্রমণ চলতে থাকলে দ্রুতই হাসপাতালগুলো ভরে উঠতে পারে।
চলছে ঘন্টায় ঘন্টায় ওমিক্রন পর্যালোচনা, যে কোন সময় কঠোর বিধিনিষেধ-
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আমরা ঘন্টায় ঘন্টায় কভিড-১৯ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে পর্যালোচনা করছি। অবস্থার উপর নির্ভর করে যে কোন সময় লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপ হতে পারে।
যুক্তরাজ্যে ইতিমধ্যে রাণীর ক্রিসমাসের ট্রেডিশনাল অনুষ্ঠান, নববর্ষে লন্ডন আই এবং ট্রাফেলগর স্কয়ারের বড় অনুস্ঠান বাতিল করা হয়েছে। ন্যাশনাল মিউজিয়াম, ইংলিশ প্রিমিয়াম লীগ, থিয়েটার হল বন্ধ থাকবে বলা হয়েছে। নাইট ক্লাবে ভ্যাক্সিন পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও বলা হচ্ছে, বাড়িতে মেহমান প্রবেশ নিষিদ্ব থাকবে, সর্বোচ্চ ২ পরিবার দেখা করতে পারবে। সামাজিক দূরত্ব মেনে চলতে বাধ্য করা হবে। যে কোন গণজমায়েত বন্ধ করা হবে, রেস্টুরেন্ট এবং পাবে শুধুমাত্র লিমিটেড কিছু লোক প্রবেশের অনুমতি থাকবে।
এদিকে অর্থনৈতিক দিক বিবেচনা করে লকডাউন না দেওয়ার জন্য মত প্রকাশ করেছেন দেশটিরে বেশির ভাগ এমপিরা।
তবে ওমিক্রন আক্রান্তের উপর নির্ভর করে যে কোন সময় কঠোর নিয়ম বা লকডাউন ঘোষণা হতে পারে।
সূত্র:- দি গার্ডিয়ান।