শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

যুক্তরাজ্যে করোনায় নতুন করে ১৪৫ জনের প্রাণহানি

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭৯ জন। তবে একই সময়ে ৪৪ হাজার ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, বৃহস্পতিবার যুক্তরাজ্যে করোনায় ১৫৭ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ৪৫ হাজার ৬৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান চতুর্থ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৬১ হাজার ৬৫১ জন। আর সুস্থ হয়েছেন ৬৮ লাখ ৩৯ হাজার ১২৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ১৫৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ২৩১ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *