শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

যুক্তরাজ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মো: রেজাউল করিম মৃধা, যুক্তরাজ্য: গতকাল ১০ই নভেম্বর লন্ডনের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে যুক্তরাজ্য সফররত ঢাকা স্টক এক্সচেঞ্জ নেতৃবৃন্দের সাথে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিল্পপতি ইফতি ইসলামের পরিচালনায় মত বিনিময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিবিসিসিআিই এর প্রেসিডেন্ট বশির আহম্মেদ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্টক এক্সচেঞ্জ এর সম্ভাবনা ও সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, ডিএসই ম্যানেজিং ডিরেক্টর তারেক আমীন ভূঁইয়া। ক্যাপিটাল মার্কেটে ব্যাবসায়ীদের লাভজনক ব্যবসা এবং এই ব্যবসায় প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তুলার জন্য প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি এবং আগ্রহী ইন্ভেস্টরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকবৃন্দ। আয়োজকেরা বলেন, ‘ বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সময়। বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে এবং যাবে। প্রশাসনিক জটিলতা অনেক কমেছে। এবং ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ বিনিয়োগ শতভাগ নিরাপদ। আপনি ব্যাংকের মাধ্যমে অর্থ বিনিয়োগ করে আবার যে কোন সময় আপনার অর্থ লাভ সহ ফিরিয়ে আনতে পারবেন।’ প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *