জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে ও আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক হেলাল আহমদ ও ফয়সাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মামুন আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আয়োজক কমিটির অন্যতম সদস্য মুমিন আহমদ বলেন, আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে প্রবাসে জালালপুরের যুব সমাজ ও আমাদের সিনিয়রদের মধ্যে পরিচিত হওয়া ও একে অন্যকে চেনা জানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ব্যারিস্টার মোস্তাক আহমদ, আব্দুল মুহিত খসরু, আব্দুস সাত্তার, রফিক উদ্দিন, হাজি কয়েছ মিয়া , আব্দুল বাছিত, রাজন আহমদ, সায়েম আহমদ, শামসুল আলম; যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন শোয়েব আহমদ ফরিদ আহমদ, শাওন আহমদ, কোহিনুর আহমদ প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম জিলানী, শফিউল সুমন, উজ্জ্বল আহমদ। বক্তারা যুব সমাজের এই উদ্যোগে কে অত্যান্ত প্রশংসা করেন এবং জালালপুরের উন্নয়নে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

