জয়নুল আবেদীন: গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠানের সিইও ড. আশরাফ মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় কমিউনিটি ফান্ডরেইজিং অফিসার মোহাম্মদ জয়নুল আবেদীনের তত্বাবধানে করোনা স্বাস্থ্যবিধি মেনে সিলেটের জকিগন্জ উপজেলাব্যাপি দুস্থ্য মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
গত রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্টের জকিগন্জ প্রতিনিধি মাওলানা আবদুল কুদ্দুস, জুনায়েদ আহমেদ, সায়াদ আফদ, নাজমুল সুমন, রুহুল আমীন প্রমূখ।

প্রতিনিধিদের উপস্থিতিতে এ সময় প্রায় ২০০ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। কোরবানির গোশত পেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান গ্রহীতারা।
উল্লেখ্য গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বব্যাপী এই কোরবানি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ২০ হাজার মানুষের মধ্যে, পূর্ব আফ্রিকায় ৩ হাজার মানুষের মধ্যে ও ইয়েমেনে ৩৫০০ মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও তার মধ্যে যুক্ত আছে।


