শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

যুক্তরাজ্য বিএনপি সভাপতি আলহাজ্ব এম এ মালেকের সাথে বিএনপি ইউরোপ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জয়নুল আবেদীন, লন্ডন: গত ১লা জুলাই বৃহস্পতিবার ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগাল থেকে লন্ডনে আগত বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম এ মালেক। সৌজন্য সাক্ষাৎ শেষে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের ‘ফ্লাই কনসেপ্ট ট্রাভেল অফিস’ এ বিএনপি ইউরোপ নেতৃবৃন্দ এক আলোচনা সভায় অংশ নেন।

উক্ত আলোচনা সভায় ইউরোপ থেকে আগত নেতৃবৃন্দকে সাথে নিয়ে যুক্তরাজ্য বিএনপি সামনের যেকোন আন্দোলন সংগ্রামে এক সাথে কাজ করার ও যুক্তরাজ্য বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী হাবিব, স্পেন বিএনপির সিনিয়র নেতা স্পেন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুল কাইউম পংকি, ইতালি থেকে আগত বিএনপি নেতা ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল হক তুহিন ও পর্তুগাল থেকে আগত বিএনপি নেতা পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক মো:মোমেন ও সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট , শেখ খালেদ মিনহাজ , সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহেদ পারভেজ , সাবেক সমাজ কল্যান সম্পাদক দেওয়ান ফরিদ সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ আগামি দিনে দলের জন্য যেকোন ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *