শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও মহাসমারোহে চলছে ‘পরান’

বিনোদন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দর্শকদের মুগ্ধ করেছে ‘পরান’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় গত ২৩ সেপ্টেম্বর থেকে সিনেমাটি উপভোগ করছেন সিনেপ্রেমীরা। প্রথম সপ্তাহে দর্শকের ব্যাপক সাড়া পাওয়ায় দ্বিতীয় সপ্তাহে আরও ১২টি হলে দেখানো হবে সিনেমাটি।

এরই মধ্যে জ্যামাইকা, নিউ ইয়র্ক, অরল্যন্ডো, ব্রানসউইক, মানাসাস, ডালাস, অস্টিন, হিউস্টন, আটলান্টা, বাল্টিমোর সান ফ্রান্সসিককো শহরগুলোতে বেশিরভাগ শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া নিউ জার্সি, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যারিল্যান্ড, পেনসেলভিনিয়া, কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিকে, সিনেমায় শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দর্শকরা। একই সঙ্গে ওসি চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়ের প্রশংসা করেন তারা।

মিম ও ইয়াশ রোহানের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন ‘পরান’ ছবির যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ। তিনি বলেন, দর্শকের এমন ভালোবাসায় আমরা আপ্লুত। পরান সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দর্শকদের মুগ্ধ করেছে। আমি মনে করি, তৃতীয় সপ্তাহে আরও নতুন হল যুক্ত হবে।

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমাটি মুক্তি পায়।

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, বিভিন্ন শহর থেকে দর্শকরা পরান ছবিটি দেখার আগ্রহ জানিয়েছেন। বায়োস্কোপ ফিল্মস চেষ্টা করে যাচ্ছে, ছবিটি যেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা উপভোগ করতে পারেন।

‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *