জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় লস এঞ্জেলেসে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংহতি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিশ্বের সব বর্ণের মানুষের জন্য সুবিচার নিশ্চিতের দাবি জানিয়ে লস এঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। লস এঞ্জেলেস ও অন্যান্য শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।
বাংলাদেশ আয়োজিত ‘We Want Justice, Black Lives Matter’, `I Can’t Breath, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি করে।
পুলিশি হেফাজতে হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়ে জর্জ ফ্লয়েডকে নিয়ে নানা ধরনের পোস্টার প্রদর্শন করেন এবং জর্জ ফ্লয়েডের সম্মানে প্রবাসীরা হাঁটু গেড়ে নীরবতা পালন করেন।

