শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মারামারি

যুক্তরাষ্ট্রে মসজিদের নেতৃত্ব নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ২৬ জুন অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরের ‘বায়তুল মামুর’ মসজিদে আসরের নামাজের পর তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠনের সাধারণ সভায় এ ঘটনা ঘটে।

সভায় বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক অনিয়মের জন্য একজন মুসল্লিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করলে মুহূর্তেই হট্টগোল শুরু হয়।

মূলত, গঠনতন্ত্রে কিছু সংশোধনের দাবি ও আর্থিক অসততার অভিযোগে মারামারি করেছেন দুই পক্ষ। বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য মঈনুল হক চৌধুরী হেলাল বিডি নিউজকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু করা হয়েছে। কিন্তু কিছু মুসল্লি চেয়েছিলেন সেই রীতি ভাঙে সবকিছু মিটে গেছে এবং নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।

প্রবাসীরা জানান, এর আগেও এ মসজিদে ইমামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এমনকি ইফতার মাহফিল থেকে কয়েক জন রোজাদারকে তাড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছিলো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *