শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের এক অ্যাপার্টমেন্ট থেকে ফারহান পাশা (১৮) নামের বাংলাদেশি এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

ফারহান পাশা ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লস অ্যাঞ্জেলেসের মারিপোসা রোডের একটি অ্যাপার্টমেন্টে মা ফাতেমা জোহরা রিপা ও অসুস্থ নানার সঙ্গে তিনি থাকতেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারহানের মা সেদিন বেলা ১২টার দিকে কাজ থেকে বাসায় ফিরে দরজা খুলে ফারহানের নিথর দেহ দেখতে পান। এরপর পাশের ভবনের বাসিন্দা বাংলাদেশি মাসুদ ও তার স্ত্রীকে ফোন করেন। খবর পেয়ে মেডিকেল টিম ও পুলিশ এসে ফারহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রতিবেশীদের ধারণা, করোনাভাইরাসের দীর্ঘ স্বেচ্ছাবন্দি জীবনে বিষণ্নতা থেকে ফারহান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *