শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিপুল শিক্ষা উপকরণ দান মেসির

ইউনিসেফের সাথে যৌথ উদ্যোগে সিরিয়ার নয়টি প্রদেশের বাচ্চাদের জন্য ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে লিওনেল মেসি ফাউন্ডেশন। সারাবিশ্বে ভাগ্যহত শিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে এই ফাউন্ডেশন গঠন করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাচ্চাদের জন্য শিক্ষা যাতে একটি আনন্দের উৎস হয় সে লক্ষ্যেই মেসির ফাউন্ডেশন তাদের সামগ্রীগুলো দান করেছে। একইসাথে এর মাধ্যমে বাচ্চারা যাতে সামাজিক দক্ষতাও অর্জন করতে পারে সেটাও লক্ষ্য রাখা হয়েছে। স্কুল যাতে একটি বাচ্চার জন্য বিনোদনের জায়গা হয়ে উঠতে পারে এবং এর মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাটাও তারা পেতে পারে।

শিক্ষা উপকরণগুলো সিরিয়ার যে ৯টি প্রদেশে বিতরণ করা হয়েছে সেগুলো হলো- হাসাকা, কুনেইট্রা, আলেপ্পো, হামা, হোমস, ডারা, ডায়ার এজ-জো, সুয়েডা ও দামাস্কাস।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *