- নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে দিলেন সমর্থন
লণ্ডন, ০৪ জুন- মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য গত ৩১ মে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ইহুদি হয়েও নেতানিয়াহুর কংগ্রেস ভাষণ বয়কট করে ইতিহাস গড়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
গত ১ জুন, শনিবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন, ‘এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন। উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন’।
তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয়। আমি অবশ্যই এতে যোগ দেব না।
স্যান্ডার্সের বিবৃতিতে হামাসের ৭ অক্টোবর হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল যে নৃশংস কাজগুলো করেছে তার একটি তালিকা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, এগুলো করার কোনো অধিকার ইসরায়েলের নাই। তাঁর দেওয়া তালিকায় সমস্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পাশাপাশি গাজার বাসিন্দাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত করা, স্কুল, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং এর স্বাস্থ্যসেবা ব্যবস্থাসহ মূল অবকাঠামো ধ্বংস করার কথা উল্লেখ করা হয়েছে।
প্রায় ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধে ৩৬ হাজার ৩৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২ হাজার ৪০৭ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনকে সমর্থন করেছেন স্যান্ডার্স। পাশাপাশি এই ডেমোক্র্যাট সিনেটর মার্কিন সরকারকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান। তিনি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল।
মঙ্গলবার রাতে তিনি মার্কিন সিনেটে বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যে আইসিসি আন্তর্জাতিক আইন এবং শালীনতার ন্যূনতম মান বজায় রাখার চেষ্টা করছে। আমাদের সরকারেরও এর জন্য কম করা উচিত নয়।’
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী ভূমিকার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালেন্ট এবং তিনজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে সোমবার আদালতে আবেদন করেছেন। তার একদিন পরই বার্নি স্যান্ডার্স এই মন্তব্য করেন।
বার্নি স্যান্ডার্স বলেন, ‘আইসিসি গত বছর রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেটাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে।’ তিনি বলেন, ‘কিছু লোক বলেছেন ইসরায়েলের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের তুলনা করা উচিত নয়। তিনি স্বৈরতান্ত্রিক। তবে হ্যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজনও যুদ্ধাপরাধ করতে পারে।’
বার্নি স্যান্ডার্স উল্লেখ করেন, ‘আইসিসি নিজের কাজ করছে। তাদের তাই করা উচিত যা তাদের কাছে সঠিক মনে হয়। আমরা সুবিধাজনকভাবে আন্তর্জাতিক আইনের ব্যবহার করতে পারি না।’
তিনি সিনেটরদের জানান, ‘হামাসের সঙ্গে যুদ্ধ করার অধিকার ইসরায়েলের আছে উল্লেখ করে বার্নি স্যান্ডার্স বলেন, কিন্তু নেতানিয়াহু এবং তার সরকারের কোনো অধিকার নেই গাজার শিশু, নারী এবং নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার। এজন্য তাদের শাস্তি ভোগ করা উচিত।’
তিনি বলেন, ‘আইসিসি যা করছে তা বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মানব সভ্যতাকে বর্বতার দিকে ঠেলে দিতে পারি না।’