বিপ্লব রায়: অসমের যোরহাটের সাংসদ তপনকুমার গগৈ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তপনকুমার গগৈ ভারতীয় জনতা পার্টির অসম রাজ্য শাখার সাধারণ সম্পাদকও। এদিন কোভিড ধরা পড়ার পরেই বিজেপি সাংসদকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তপন গগৈ নিজেই ফেসবুক পোস্ট করে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।
ফেসবুক পোস্টে অসমিয়া ভাষায় তিনি লেখেন, কোভিডে সংক্রামিত হওয়ার পর গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আমার চিকিত্সা চলছে। বিগত কয়েক দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নিতে বলেন যোরহাটের সাংসদ।
বুধবার অসম স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ১,৮৩৪ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও ট্যুইট করে ১,৮৩৪ কোভিড রোগী সুস্থ হয়ে ওঠার কথা জানান। সবমিলিয়ে অসমে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৮,৭২৬ জন।
হিমন্ত জানান, অসমে বর্তমানে ২৬,২২৭ অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগী রয়েছেন। যদিও মোট পজিটিভ কেসের সংখ্যা ১,১৫,২৭৯।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৩,৫৫৫জন। অসমের স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে জানান, বুধবার সারা দিনে ৪৭ হাজার ৭৪৪ নমুনার পরীক্ষা হয়েছে । এর মধ্যে ৩,৫৫৫টির রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি জানান, রাজ্যে পজিটিভ কেসের হার ৭.৪৪ শতাংশ।
বুধবার কাপরূপ মেট্রো এলাকায় ৯২৪টি পজিটিভ কেস ধরা পড়ে। নওগাঁওয়ে ২৩৬ পজিটিভ কেস মিলেছে। ডিব্রুগড়ে পজিটিভ কেসের সংখ্যা ২১৩। বাকসা জেলায় পজিটিভ কেস ২০০টি। করোনা থেকে সুস্থ ৮৬,৮৯২ জন।
রাজ্যে কোভিডে মৃত্যু বেড়ে হয়েছে ৩২৩। এর মধ্যে বুধবার মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতদের বাড়ি ডিব্রুগড়, করিমগঞ্জ, কামরূপ মেট্রো ও দারাং জেলায়।
ডিব্রুগড়ে যে তিন জন মারা গিয়েছেন তাঁদের নাম শকুন্তলা সেন (৬৩), কাজল দত্ত (৬৬) ও ওয়াহিদা রহমান (৬০)। করিমগঞ্জের মাধবী ভট্টাচার্য (৭৫) ও জমির উদ্দিন (৬০)। কামরূপে করোনায় মৃতদের পরিচয় প্রভাত চন্দ্র বোরা (৮২), বুলু দেবী (৬৯)। এ ছাড়া দারাঙের বাসিন্দা প্রফুল্ল সাগারিয়া (৭২)-র কোভিডে মৃত্যু হয়েছে।