- রমজান মাসে একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ১০ হাজার মুসল্লি
লণ্ডন, ৯ মার্চ: পবিত্র রমজান মাসকে সামনে রেখে গত ৮ মার্চ শুক্রবার সকালে জুমার নামাজের আগে ইস্ট লণ্ডন মসজিদের সম্প্রসারিত অংশ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে । এর ফলে এখন মূল ইস্ট লণ্ডন মসজিদ ও মারিয়াম সেন্টার হল একসাথে মিশে গিয়ে একটি বিশাল হলে রূপান্তরিত হয়েছে। মুসল্লিরা এখন থেকে যে যেখানে দাঁড়াবেন, স্বস্থান থেকে ইমামকে সরাসরি দেখতে পাবেন। রমজান মাসে অতিরিক্ত আরো ১ হাজার মুসল্লিসহ পুরো মসজিদে প্রায় ১০ হাজার নারী পুরুষ জামাতে নামাজ পড়তে পারবেন ।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লণ্ডন মস্ক এন্ড লণ্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মুর্শেদ ও চীফ এক্সিকিউটিভ অফিসার জুনায়েদ আহমদ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারাবিহ-ইমাম শায়খ আব্দুর রহমান ইব্রাহিম।
স্বাগত বক্তব্যে ডক্টর আব্দুল হাই মুর্শেদ বলেন, আল্লাহতায়ালার অশেষ রহমতে আমরা সাময়িকভাবে সম্প্রসারিত অংশ খুলে দিতে পেরেছি। এটি আমাদের ও কমিউনিটির জন্য একটি বিশাল অর্জন। তিনি বলেন সম্প্রসারিত অংশ শুধুমাত্র রমজানের জন্য খুলে দেওয়া হলো। বাকি কাজ সম্পন্ন করতে রমজানের পর আবার তা বন্ধ করে দেওয়া হবে। কমিউনিটির মানুষের সমর্থন ও সহযোগিতার কারণেই ইস্ট লণ্ডন মসজিদ আজ ইউরোপের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। বাকি কাজ সম্পন্ন করতে আপনাদের উদার সাহায্য অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। সারা মাসজুড়েই আমরা ফান্ডরেইজ করবো । আপনাদের সহযোগিতায় এই মসজিদ পূর্ব লণ্ডনের প্রাণকেন্দ্রে ধর্ম, শিক্ষা এবং ঐক্যের আলোকবর্তিকা হিশেবে কাজ করে যাবে।
ইস্ট লণ্ডন মসজিদের সিইও জুনাইদ আহমেদ বলেন, রমজানে আমাদের কমিউনিটির জন্য মসজিদের সম্প্রসারিত অংশ সাময়িকভাবে খুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অস্থায়ী উদ্বোধন আমাদের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকাণ্ডের একটি প্রমাণ । সম্প্রসারিত অংশের কাজ সম্পন্ন করতে আমরা কমিউনিটির মানুষের আন্তরিক সহযোগিতা চাই। তিনি বলেন, মসজিদের তৃতীয়ধাপের এই সম্প্রসারণ কাজে ব্যয় হচ্ছে ২.১ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে ৩শ হাজার পাউন্ড ডনেশন থেকে এসেছে। আর বাকি ১.৮ মিলিয়ন পাউণ্ড এসেছে কর্জে হাসানা থেকে। এই কর্জে হাসানা পরিশোধ করে মসজিদকে স্বয়ংসম্পুর্ণ করতে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।