কমিউনিটি নিউজ ডেস্ক: আগামী ১৯ জুন সোমবার পূর্ব লণ্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে বিঅন টিভি ইউকে’র উদ্যোগে “ডাইন উইথ কাট্টুশ আলী, কইলজারুন ও জেড ইসলাম” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২ জুন শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে বিঅন টিভি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিঅন টিভি ইউকে’র হেড অব প্রোগামস রিয়াদ আহাদ।
লিখিত বক্তব্যে বলা হয়, কমেডি অভিনয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে কাট্টুশ আলী ও তাঁর সহ-অভিনেতা অভিনেত্রীদের অভিনীত নাটকগুলো শুধু সিলেটীরাই নয়, পুরো বিশ্ব বাঙালীদের কাছে খুবই জনপ্রিয় এবং তারা তা ইউটিউবে দারুনভাবে উপভোগ করেন। যুক্তরাজ্যে থাকা কাট্টুশ আলীদের অসংখ্য দর্শকের নির্মল বিনোদন দেবার প্রত্যয়েই বিঅন টিভি ইউকে এই প্রথমবারের মতো কাট্টুশ আলী এবং তাঁর নায়িকা কইলজারুন ও জেড ইসলামকে যুক্তরাজ্যে নিয়ে এসে এই অনুষ্ঠান আয়োজন করছে। বিশেষ করে বিশুদ্ধ বাংলা না বুঝা ব্রিটেনে জন্ম নেওয়া নতুন প্রজন্মের সিলেটিদের পিতা-মাতার মাতৃভাষায় ভিন্নধর্মী বিনোদনের খোরাক দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাট্টুশ আলী এবং তাঁর নায়িকা কইলজারুন ও জেড ইসলাম ছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন স্বনামধন্য শিল্পি অংশ নিবেন। অনেকটা ম্যাগাজিন অনুষ্ঠানের আদলে হতে যাওয়া অনুষ্ঠানটিতে আগত সকল দর্শকের জন্য রাউন্ড টেবিলে তিন কোর্সের ডিনারসহ থাকবে আকর্ষণীয় খাবার আর বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালিদের পুরো অনুষ্ঠান সরাসরি উপভোগের জন্য বিঅন টিভি ইউকে লাইভ সম্প্রচার করবে। ভিন্নধর্মী এই অনুষ্ঠানের জন্য ভিআইপি ও ষ্ট্যান্ডার্ড এই দুই ক্যাটাগরিতে টিকেট রাখা হয়েছে এবং লন্ডনের বাঙালি অধ্যুষিত বেশ কটি প্রতিষ্ঠানে টিকেট পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে অভিনেতা কাট্টুশ আলী গণমাধ্যমকর্মীদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন। এ সময় বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন, উপস্থাপক মেঘনা উদ্দিন ও আয়ান ক্যাটারিংয়ের তাজবীর চৌধুরী শিমুল উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতা কামনা করেন এবং বাঙালি কমিউনিটির সকলকে মে ফেয়ার ভেন্যুতে আসার আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, বিঅন টিভি ইউকে বার্মিংহামে কাট্টুশ আলীকে নিয়ে একটি বৃহৎ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করলেও এই প্রথম লন্ডনে অনুষ্ঠান করতে যাচ্ছেন। কাট্টুশ আলী, কইলজারুন ও জেড ইসলামও এই প্রথম লন্ডনে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানটির টিকেটের দাম নির্ধারন করা হয়েছে ভিআইপি ৬০ পাউন্ড এবং ষ্ট্যান্ডার্ড ৪০ পাউন্ড। টিকেট কিংবা এ বিষয়ে যে কোনো তথ্যের জন্য ০৭৭১২ ১৬৫ ৬৫১ অথবা ০৭৮১৪ ৭০০ ২৫২ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি