অসমের পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) রাজ্য সিভিল এবং সেই সংক্রান্ত যেকোনও চাকরির পরীক্ষার আবেদন ফর্মে রূপান্তরকামীদের জন্যে নতুন বিভাগ চালু করল। ইতিমধ্যেই এই বিভাগের অন্তর্গত ৪২টি আবেদন জমাও পড়ে গিয়েছে।
এপিএসসির চেয়ারম্যান পল্লব ভট্টাচার্য সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রথম ১৫ সেপ্টেম্বর পূর্বের নোটিসের মধ্যেই এই সংযোজনটি করা হয়েছিল। কমিশনের তরফে সম্মিলিত প্রতিযোগিতামূলক (প্রাথমিক) পরীক্ষার ফর্মে লিঙ্গ বিভাগে রূপান্তরকামীদের অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে এটি চালু করা হয়েছে। কিন্তু রাজ্য কমিশনের ক্ষেত্রে, এপিএসসি-ই সম্ভবত প্রথম, যারা এই পদক্ষেপটি করেছে। সূত্র: আজকাল